Wednesday, November 20, 2019



PRASSTHANAM  HD

http://172.18.50.2/  click here this link

irected by Deva Katta
Produced by Maanayata Dutt
Written by Farhad Samji (dialogues)
Screenplay by Deva Katta
Based on Prasthanam
by Deva Katta
Starring Sanjay Dutt
Jackie Shroff
Manisha Koirala
Chunky Pandey
Ali Fazal
Satyajeet Dubey
Narrated by Sanjay Dutt
Music by Songs:
Ankit Tiwari
Farhad Samji
Vikram Montrose
Score:
Mahesh Shankar
Cinematography Ravi Yadav
Edited by Ballu Saluja
Production
company
Sanjay S Dutt Productions
Release date
20 September 2019
Running time
138 minutes[1]
Country India
Language Hindi

Sunday, October 20, 2019




স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দৌড়ে এগিয়ে ....

গাজী মেসবাউল হোসেন সাচ্চু

আসন্ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক, মৃত্যুঞ্জয়ী ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা গাজী মেসবাউল হোসেন সাচ্চুর সাধারণ সম্পাদকের দৌড়ে এগিয়ে আছেন।
স্বেচ্ছাসেবক লীগের বর্তমান নেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন গাজী মেসবাউল হোসেন সাচ্চু। সারাদেশের নেতাকর্মীদের মাঝে তার পরিচিতি রয়েছে। তিনি রাজনীতিতে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। আওয়ামীলীগের সফল সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের স্নেহধণ্য হয়ে ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত গাজী মেসবাউল হোসেন সাচ্চু।
গাজী মেসবাউল হোসেন সাচ্চু অত্যন্ত নম্ন, ভদ্র, বিনয়ী ও কর্মী বান্ধব নেতা। কোন কর্মী তার কাছে কোন প্রয়োজনে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন এমটিও কেউ বলতে পারবেন না। তিনি সাধ্যমত সব ধরণের চেষ্টা করে থাকেন। জনপ্রতিনিধি না হলেও রাজধানীর মিরপুর এলাকার প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে থেকেছেন অবিচল। অত্যন্ত নিষ্ঠার সাথে জনগণের সুখে, দু:খে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে আসছেন।
জানা যায়, সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি দলের রাজনীতিতেও সফলতার ছাপ রেখেছেন। গাজী মেজবাউল হোসেন সাচ্চু আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। তিনি দলের ক্রান্তিকালে শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনের মাধ্যমে সারা দেশে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চেষ্টা করেছেন।
সামরিক শাসন আর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলেন বৃহত্তর ক্যান্টনমেন্ট থানা (বর্তমানে ক্যান্টনমেন্ট, কাফরুল, খিলক্ষেত ও ভাটারা) ছাত্রলীগের সাবেক এই দুই বারের সভাপতি। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগে প্রবেশ করেন। হামলা-মামলা-নির্যাতন সহ্য করে তিনি এক এক করে হয়েছেন, বৃহত্তর ক্যান্টনমেন্ট থানা (বর্তমানে ক্যান্টনমেন্ট, কাফরুল, খিলক্ষেত ও ভাটারা) ছাত্রলীগের দুই বারের সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের দুই বারের সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গাজী মেজবাউল হোসেন সাচ্চু ৯০ এর স্বৈরচার বিরোধী আন্দোলনে মুজিব আদর্শের সাহসী সৈনিক, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নির্মমভাবে আহত মৃত্যুঞ্জয়ী রাজপথের নিবেদিত প্রাণ। শতভাগ স্বচ্ছ ভাবমূর্তির নির্লোভ নেতা স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চুর বিরুদ্ধে নেই কোন অভিযোগ।
এখানে উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড আছে এমন নেতাদেরই সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বে আনা হবে। একই সাথে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন। এই প্রেক্ষিতে গাজী মেসবাউল হোসেন সাচ্চু স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্বে আসছেন বলে সবাই ধারণা করছেন। সদস্য সচিব নির্বাচিত করা এই প্রক্রিয়ারই অংশ।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক পদে সবার থেকে এগিয়ে আমজাদ হোসেন

নিজস্ব প্রতিবেদন,

রাজপথের দুংসময়ের সাবেক ছাত্রনেতা,#স্লোগান মাষ্টার, #জামাত শিবিরের আতঙ্ক,#শিক্ষিত এবং ছাত্র সমাজের ভালবাসা ও সন্মানের পাত্র,#সুন্দর ও পরিচ্ছন রাজনীতির সঠিক উদাহরণ।

#সাবেক সভাপতি
#তিতুমীর কলেজ ছাত্রলীগ।।
#সাবেক এ জি এস
#তিতুমীর কলেজ ছাত্র সংসদ।।
মোঃ আমজাদ হোসেন ভাই কে❤❤

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগে #সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই ।
এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।